এলাহাবাদ, ১ কার্তিক, ১৩২১


 

১০২ (tomay chhere dure cholar)


তোমায় ছেড়ে দূরে চলার

      নানা ছলে

তোমার মাঝে পড়ি এসে

     দ্বিগুণ বলে।

নানান পথে আনাগোনা

মিলনেরই জাল সে বোনা,

যতই চলি ধরা পড়ি

     পলে পলে।

শুধু যখন আপন কোণে

     পড়ে থাকি

তখনি সেই স্বপন-ঘোরে

     কেবল ফাঁকি।

বিশ্ব তখন কয় না বাণী,

মুখেতে দেয় বসন টানি,

আপন ছায়া দেখি, আপন

     নয়ন-জলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •