১৫ অগ্রহায়ণ  ১৮৮৭


 

তবু (tabu)


     তবু মনে রেখো, যদি দূরে যাই চলি,

     সেই পুরাতন প্রেম যদি এক কালে

     হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি--

     ঢাকা পড়ে নব নব জীবনের জালে।

     তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,

     নূতন এ প্রেম যদি হয় পুরাতন,

     দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি--

     পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন।

     তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে

     উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা,

     অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,

     অথবা বসন্ত-রাতে থেমে যায় খেলা।

     তবু মনে রেখো, যদি মনে প'ড়ে আর

     আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •