৭১ (ore mounomuk keno acchis nirobe)


ওরে মৌনমূক, কেন আছিস নীরবে

অন্তর করিয়া রুদ্ধ? এ মুখর ভবে

তোর কোনো কথা নাই রে আনন্দহীন?

কোনো সত্য পড়ে নাই চোখে? ওরে দীন,

কণ্ঠে নাই কোনো সংগীতের নব তান?

তোর গৃহপ্রান্ত চুম্বি সমুদ্র মহান

গাহিছে অনন্ত গাথা, পশ্চিমে পুরবে

কত নদী নিরবধি ধায় কলরবে

তরলসংগীতধারা হয়ে মূর্তিমতী।

শুধু তুমি দেখ নাই সে প্রত্যক্ষ জ্যোতি

যাহা সত্যে যাহা গীতে আনন্দে আশায়

ফুটে উঠে নব নব বিচিত্র ভাষায়।

তব সত্য তব গান রুদ্ধ হয়ে রাজে

রাত্রিদিন জীর্ণশাস্ত্রে শুষ্কপত্র-মাঝে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •