শান্তিনিকেতন, ২ পৌষ, ১৩০৯


 

১৫ (e songsare ekdin nobobodhu beshe)


এ সংসারে একদিন নববধূবেশে

তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে,

রাখিলে আমার হাতে কম্পমান হাত,

সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ?

শুধু এক মুহূর্তের এ নহে ঘটনা,

অনাদিকালের এ আছিল মন্ত্রণা।

দোঁহার মিলনে মোরা পূর্ণ হব দোঁহে,

বহু যুগ আসিয়াছি এই আশা বহে।

নিয়ে গেছ কতখানি মোর প্রাণ হতে,

দিয়ে গেছ কতখানি এ জীবনস্রোতে!

কত দিন কত রাত্রে কত লজ্জাভয়ে

কত ক্ষতিলাভে কত জয়ে পরাজয়ে

রচিতেছিলাম যাহা মোরা শ্রান্তিহারা

সাঙ্গ কে করিবে তাহা মোরা দোঁহে ছাড়া?

 

 

  •  
  •  
  •  
  •  
  •