শ্রীনগর। কাশ্মীর, ৭ কার্তিক, ১৩২২


 

৩৫ (aj probhater akashti)


          আজ প্রভাতের আকাশটি এই

                            শিশির-ছলছল,

          নদীর ধারের ঝাউগুলি ওই

                            রৌদ্রে ঝলমল,

                    এমনি নিবিড় করে

          এরা    দাঁড়ায় হৃদয় ভরে

                            তাই তো আমি জানি

     বিপুল   বিশ্বভুবনখনি

          অকূল মানস-সাগরজলে

                     কমল টলমল।

                 তাই তো আমি জানি

     আমি    বাণীর সাথে বাণী,

     আমি    গানের সাথে গান,

     আমি    প্রাণের সাথে প্রাণ,

     আমি    অন্ধকারের হৃদয়-ফাটা

                    আলোক জ্বলজ্বল।

 

 

  •  
  •  
  •  
  •  
  •