জোড়াসাঁকো, ১২ নভেম্বর-রাত্রি দুটা, ১৯৪০


 

৭ (gohon rojoni majhe)


গহন রজনী-মাঝে

রোগীর আবিল দৃষ্টিতলে

যখন সহসা দেখি

তোমার জাগ্রত আবির্ভাব,

মনে হয়, যেন

আকাশে অগণ্য গ্রহতারা

অন্তহীন কালে

আমারি প্রাণের দায় করিছে স্বীকার।

তার পরে জানি যবে

তুমি চলে যাবে,

আতঙ্ক জাগায় অকস্মাৎ

উদাসীন জগতের ভীষণ স্তব্ধতা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •