Heinrich Hein


 

নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল (nil violet noyon duti)


নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল

রাঙা গোলাপ গাল দুখানি, সুধায় মাখা সুকোমল।

শুভ্র বিমল করকমল ফুটে আছে চিরদিন!

হৃদয়টুকু শুষ্ক শুধু পাষাণসম সুকঠিন!

 

 

  •  
  •  
  •  
  •  
  •