Heinrich Hein


 

বারেক ভালোবেসে যে জন মজে (barek bhalobese je jon moje)


বারেক ভালোবেসে যে জন মজে

          দেবতাসম সেই ধন্য,

দ্বিতীয়বার পুন প্রেমে যে পড়ে

          মূর্খের অগ্রগণ্য।

আমিও সে দলের মূর্খরাজ

          দুবার প্রেমপাশে পড়ি;

তপন শশী তারা হাসিয়া মরে,

          আমিও হাসি-- আর মরি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •