১৭. ৩. ৩৮


 

২৬ (konthe bhori nam nilo)


     কণ্ঠে ভরি নাম নিল,

          গান নিল মীরা--

     কণ্ঠ হতে ফেলে দিল

          মোতিমালা হীরা।

     মুখে বাণী শুনি না যে,

     মনে মনে সুর বাজে,

          বাজে তার শিরা উপশিরা।

     শান্তি তার দেহেমনে,

     শান্তি তার দু নয়নে--

          একতারা সংগীতে অধীরা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •