২৪ মার্চ, ১৯৩১


 

২১ (tomare karibe bandi nityakal)


তোমারে করিবে বন্দী নিত্যকাল মৃত্তিকা-শৃঙ্খলে

      সাধ্য আছে কার?

সত্যের বন্ধন পরো, সে বন্ধন প্রেমমন্ত্র বলে

      করো অলংকার।

জীবন-বীণার তার অশিথিল শক্তি দিয়ে বাঁধো,

দিনেরাত্রে সুখে-দুঃখে আলোয় আঁধারে তুমি সাধো

      মৃত্যুহীন প্রাণের ঝংকার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •