উদয়ন, ২রা ডিসেম্বর, ১৯৪০ । প্রবাসী, ফাল্গুন, ১৩৪৭


 

৪৮ (bangal jokhon ase)


বাঙাল যখন আসে

                মোর গৃহদ্বারে,

নূতন লেখার দাবি

                লয়ে বারে বারে;

আমি তাঁরে হেঁকে বলি

                সরোষ গলায়--

শেষ দাঁড়ি টানিয়াছি

                কাব্যের কলায়।

মনে মনে হাসে,

    তবুও সে ফিরে ফিরে আসে।

    তারপর এ কী?

সকালে উঠিয়া দেখি

নির্লজ্জ লাইনগুলো যত

     বাহির  হইয়া আসে গুহা হতে নির্ঝরের মতো।

     পশ্চিমবঙ্গের কবি দেখিলাম মোর

বাঙালের মতো নাই জেদের অপ্রতিহত জোর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •