Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2023
Home
Artists
সুচিত্রা মিত্র
সুচিত্রা মিত্র
আয় আয় রে
এই উদাসী হাওয়ার
All artists...
এই আসা-যাওয়ার (পূজা)
এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি।
কেউ বা আসে এ পারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি ॥
পথিকেরা বাঁশি ভ'রে যে সুর আনে সঙ্গে ক'রে
তাই যে আমার দিবানিশি সকল পরান লয় রে কাড়ি ॥
কার কথা যে জানায় তারা জানি নে তা,
হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা।
সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের এই কানাকানি,
তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি ॥
See more on this song...
-GVLY_nA21o
8868
সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন
অচেনাকে ভয় কী
অরূপবীণা রূপের আড়ালে
অল্প লইয়া থাকি
অশ্রুভরা বেদনা দিকে
অসীম ধন তো
অসীম ধন তো
আঁধার রাতে একলা
আকাশ জুড়ে শুনিনু
আকাশ হতে আকাশ-পথে
আকাশ হতে খসল
আকাশে আজ কোন্
আছে দুঃখ, আছে মৃত্যু
আজ আকাশের মনের
আজ তালের বনের
আজ বারি ঝরে
আজ বারি ঝরে
আজি গোধূলিলগনে এই
আজি ঝড়ের রাতে
আজি নাহি নাহি নিদ্রা
আপনারে দিয়ে রচিলি
আমাকে যে বাঁধবে
আমার আঁধার ভালো
আমার আপন গান
আমার এই পথ-চাওয়াতেই
আমার ঢালা গানের ধারা
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নয়ন-ভুলানো এলে
আমার পরান লয়ে কী
আমার প্রাণের মানুষ
আমার বিচার তুমি করো
আমার মাঝে তোমারি মায়া
আমার মুক্তি আলোয় আলোয়
আমার মুক্তি আলোয় আলোয়
আমার যাবার বেলাতে
আমার যাবার বেলাতে
আমার রাত পোহালো
আমার সোনার বাংলা
আমারে করো তোমার
আমারে যদি জাগালে
আমায় ক্ষমো হে
আমায় বোলো না
আমায় মুক্তি যদি দাও
আমি চিত্রাঙ্গদা
আমি চিত্রাঙ্গদা
আমি মারের সাগর
আর কত দূরে
আরো আরো প্রভু
আরো কিছুখন নাহয়
আসা-যাওয়ার মাঝখানে
আহা তোমার সঙ্গে
আয় আয় রে
এই আসা-যাওয়ার
এই উদাসী হাওয়ার
এই মৌমাছিদের ঘরছাড়া
এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা
এই শ্রাবণের বুকের
এই-যে তোমার
এখনো ঘোর
ও অকূলের কূল
ও আষাঢ়ের পূর্ণিমা
ওই আসনতলের
ওই বুঝি কালবৈশাখী
ওকে বল্, সখী
ওগো আমার চির-অচেনা
ওগো আমার শ্রাবণমেঘের
ওগো কিশোর, আজি
ওরে ওরে ওরে
ওরে, আগুন আমার
ওরে, নূতন যুগের
কঠিন লোহা কঠিন
কত অজানারে জানাইলে তুমি
কত যে তুমি
কান্নাহাসির-দোল-দোলানো
কার মিলন চাও
কার মিলন চাও
কার যেন এই
কিছুই ত হল না
কী দিব তোমায়
কী পাই নি
কী ফুল ঝরিল
কী সুর বাজে
কে দিল আবার
কে যায় অমৃতধামযাত্রী
কে রঙ লাগালে
কেন তোমরা আমায়
কেন নয়ন আপনি
কেন বাজাও কাঁকন
কেন যে মন
কোথায় ফিরিস পরম
কোন্ খেপা শ্রাবণ
কোন্ খেপা শ্রাবণ
কোন্ খেলা যে
কোন্ পুরাতন প্রাণের
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
গান আমার যায়
গোপন প্রাণে একলা
গ্রামছাড়া ওই রাঙা
ঘাটে বসে আছি
চলিয়াছি গৃহ-পানে
চিত্ত পিপাসিত রে
চিনিলে না আমারে
ছি ছি, চোখের জলে
জীবন যখন শুকায়ে যায়
জীবনে আমার যত
তব প্রেমসুধারসে মেতেছি
তবু মনে রেখো
তাই তোমার আনন্দ
তুমি উষার সোনার
তুমি ডাক দিয়েছ
তুমি তো সেই যাবেই
তুমি হঠাৎ-হাওয়ায়
তোমার অসীমে
তোমার নয়ন আমায়
তোমার মনের একটি
তোমারি ঝরনাতলার
তোমারে জানি নে হে
দারুণ অগ্নিবাণে রে
দিন অবসান হল
দিন যায় রে
দিনান্তবেলায় শেষের ফসল
দীপ নিবে গেছে
দুয়ার মোর পথপাশে
দেখা না-দেখায় মেশা হে
দোষী করো আমায়, দোষী করো
ধীরে বন্ধু ধীরে ধীরে
ধূসর জীবনের গোধূলিতে
নমি নমি চরণে
নমো যন্ত্র, নমো--
নহ মাতা, নহ কন্যা, নহ বধু
নহ মাতা, নহ কন্যা, নহ বধু
না বাঁচাবে আমায়
না রে, না
নাহয় তোমার যা
নিশি না পোহাতে
নিশিদিন ভরসা রাখিস
নিশিদিন মোর পরানে
নীল নবঘনে আষাঢ়গগনে
নূতন প্রাণ দাও
নৃত্যের তালে তালে
পথ এখনো শেষ
পথিক্ হে
পাগল যে তুই
পুরানো জানিয়া চেয়ো
পূর্বগগনভাগে
পূর্বাচলের পানে তাকাই
প্রচণ্ড গর্জনে
প্রভু তোমা লাগি
প্রভু, বলো বলো কবে
ফাগুন-হাওয়ায় রঙে রঙে
ফাগুনের পূর্ণিমা এল
ফুল তুলিতে ভুল
বজ্রমানিক দিয়ে গাঁথা
বরিষ ধরা-মাঝে
বাঁধন ছেঁড়ার সাধন
বাঁশি আমি বাজাই
বাদল-মেঘে মাদল বাজে
বাহিরে ভুল ভাঙবে
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ
বীণা বাজাও হে
বৃষ্টিশেষের হাওয়া কিসের
বেলা গেল তোমার
ভালোবাসি, ভালোবাসি
ভেঙে মোর ঘরের চাবি
মধুর, তোমার শেষ
মধ্যদিনের বিজন বাতায়নে
মরণ রে, তুঁহু
মরি লো মরি
মেঘের 'পরে মেঘ
মোর সন্ধ্যায় তুমি
যখন তুমি বাঁধছিলে তার
যদি এ আমার
যদি তোর ডাক শুনে
যদি প্রেম দিলে
যাবার বেলা শেষ
যে ছিল আমার
যে ছিল আমার স্বপনচারিণী
যে তোমায় ছাড়ে ছাড়ুক
যে রাতে মোর
যেতে যদি হয়
যেথায় থাকে সবার অধম
লিখন তোমার ধুলায়
শূন্য হাতে ফিরি
শেষ নাহি যে
শ্রাবণবরিষন পার হয়ে
শ্রাবণবরিষন পার হয়ে
সমুখে শান্তিপারাবার
সময় কারো যে
সার্থক জনম আমার
সুখে থাকো
সে কোন্ পাগল
সেই তো আমি চাই
স্বপন-পারের ডাক শুনেছি,
হিমের রাতে ওই
হৃদয়ের এ কূল,
হে নিখিলভারধারণ
© Kriya Unlimited, 2010 - 2023