হেমন্ত মুখোপাধ্যায়




All artists...

তিমির-অবগুণ্ঠনে বদন তব (প্রকৃতি)

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥
     আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,
     নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,
       তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন্‌ মন্তরে তাহারে দিব বাণী।
     রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে--
     যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।
       কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥

See more on this song...

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন