কণিকা বন্দ্যোপাধ্যায়




All artists...

তবু মনে রেখো (প্রেম)

          তবু     মনে রেখো যদি দূরে যাই চলে।
যদি     পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
              যদি    থাকি কাছাকাছি,
          দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি--
                   তবু    মনে রেখো।
          যদি   জল আসে আঁখিপাতে,
     এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
                   তবু    মনে রেখো।
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে--  মনে রেখো।
              যদি     পড়িয়া মনে
          ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে--
                   তবু    মনে রেখো।

See more on this song...

কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন