গৌতমবরণ অধিকারী




All artists...

কুসুমে কুসুমে চরণচিহ্ন (প্রকৃতি)

কুসুমে কুসুমে চরণচিহ্ন   দিয়ে যাও, শেষে   দাও মুছে।
ওহে   চঞ্চল, বেলা   না যেতে খেলা   কেন তব যায় ঘুচে॥
চকিত চোখের অশ্রুসজল   বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল--
          কোথা সে পথের শেষ   কোন্‌ সুদূরের দেশ
                   সবাই তোমায় তাই পুছে॥
বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে,   ফুল যবে ফোটে নাই দেখা।
তোমার লগন যায় সে কখন,   মালা গেঁথে আমি রই একা।
"এসো এসো এসো' আঁখি কয় কেঁদে।   তৃষিত বক্ষ বলে "রাখি বেঁধে'
          যেতে যেতে, ওগো প্রিয়,   কিছু ফেলে রেখে দিয়ো
                   ধরা দিতে যদি নাই রুচে॥

See more on this song...

গৌতমবরণ অধিকারী - অন্যান্য নিবেদন