Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2022
Home
Artists
অজয় বর্ধন
অজয় বর্ধন
আজি বাংলাদেশের হৃদয়
আধেক ঘুমে নয়ন
All artists...
আজি শুভদিনে পিতার ভবনে (পূজা ও প্রার্থনা)
আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
চলো চলো, চলো ভাই।।
না জানি সেথা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে–
চলো চলো, চলো যাই।
মহোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল–
চলো চলো, চলো ভাই।।
দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহো সবে একতান–
বলো সবে জয়-জয়।।
See more on this song...
ihsTcCoOj4g
9939
অজয় বর্ধন - অন্যান্য নিবেদন
অশ্রুনদীর সুদূর পারে
আগুনের পরশমণি
আছে দুঃখ, আছে মৃত্যু
আজ জ্যোৎস্নারাতে
আজি বাংলাদেশের হৃদয়
আজি শুভদিনে পিতার ভবনে
আধেক ঘুমে নয়ন
আনন্দলোকে
আমরা সবাই রাজা
আমার এ পথ
আমার পরান যাহা
আমার প্রাণের 'পরে
আমার মাথা নত করে
আমি চিনি গো
আমি তোমায় যত
আমি পথভোলা এক
আমিই শুধু রইনু
আর রেখো না
আলো আমার, আলো
আহা, আজি এ বসন্তে
উড়িয়ে ধ্বজা
এ পারে মুখর
এ মণিহার আমায় নাহি
এই কথাটি মনে রেখো
এই করেছ ভালো
এক সূত্রে বাঁধিয়াছি
একটুকু ছোঁওয়া লাগে
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
একি লাবণ্যে পূর্ণ
একি লাবণ্যে পূর্ণ
এসো আমার ঘরে
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো, এসো, এসো
ও আমার দেশের
ওরে গৃহবাসী খোল্
ওরে ভাই, ফাগুন
কতবার ভেবেছিনু আপনা
কাঁদালে তুমি মোরে
কী পাই নি
ক্লান্তি আমার
খরবায়ু বয় বেগে
গহন কুসুমকুঞ্জ-মাঝে
চক্ষে আমার তৃষ্ণা
চক্ষে আমার তৃষ্ণা ওগো
চোখের আলোয় দেখেছিলেম
ছায়া ঘনাইছে বনে
জাগরণে যায় বিভাবরী--
তাই তোমার আনন্দ
তুই ফেলে এসেছিস
তুমি কেমন করে গান
তুমি মোর পাও
তুমি রবে নীরবে
তোমার আমার এই
তোমার কাছে এ বর
তোমার খোলা হাওয়া
তোমার গীতি জাগালো
তোমার হল শুরু
তোমার হাতের রাখীখানি
তোমারি গেহে
দাঁড়িয়ে আছ তুমি আমার
দিনগুলি মোর সোনার
দিয়ে গেনু বসন্তের
দুঃখের তিমিরে
দূরদেশী সেই রাখাল
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর
না বুঝে কারে
নাই নাই ভয়
নাই রস নাই
নিশিদিন ভরসা রাখিস
নয়ন ছেড়ে গেলে চলে
পুরানো সেই দিনের কথা
পৌষ তোদের ডাক
প্রাণ চায় চক্ষু
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে
বজ্রমানিক দিয়ে গাঁথা
বরিষ ধরা-মাঝে
বাদল-বাউল বাজায় রে
বড়ো আশা করে এসেছি গো
ভরা থাক্ স্মৃতিসুধায়
ভালোবাসি, ভালোবাসি
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
মধুর মধুর ধ্বনি
মন মোর মেঘের
মনে কী দ্বিধা
মনে রবে কি না রবে
মায়াবনবিহারিনী হরিণী
মিলনরাতি পোহালো
মেঘ বলেছে 'যাব যাব'
মোরা সত্যের 'পরে
যখন ভাঙল মিলন-মেলা
যদি তোর ডাক শুনে
যে রাতে মোর
যেতে যেতে একলা পথে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে
রিম ঝিম ঘন ঘন রে
শাঙনগগনে ঘোর ঘনঘটা
সকলি ফুরালো স্বপন-প্রায়
সকাতরে ওই কাঁদিছে সকলে
সকালবেলায় আলোয় বাজে
সঘন গহন রাত্রি
সঙ্কোচের বিহ্বলতা
সত্য মঙ্গল প্রেমময়
সবারে করি আহ্বান
সারা জীবন দিল আলো
সুন্দর বটে তব
সে কোন্ বনের
সে দিন আমায়
সেই ভালো সেই
সেদিন দুজনে দুলেছিনু
হবে জয়, হবে জয়
হারে রে রে
হিংসায় উন্মত্ত
হে নূতন, দেখা দিক আর বার
হে মোর চিত্ত
© Kriya Unlimited, 2010 - 2022