Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2023
Home
Artists
সত্যম দেবনাথ
সত্যম দেবনাথ
ভবকোলাহল ছাড়িয়ে
ভুবন হইতে ভুবনবাসী
All artists...
ভালো যদি বাস সখী (নাট্যগীতি)
ভালো যদি বাস, সখী, কী দিব গো আর—
কবির হৃদয় এই দিব উপহার ।।
এত ভালোবাসা, সখী, কোন্ হৃদে বলো দেখি—
কোন্ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার ।।
তা হলে এ হৃদিধামে তোমারি তোমারি নামে
বাজিবে মধুর স্বরে মরমবীণার তার ।
যা-কিছু গাহিব গান ধ্বনিবে তোমারি নাম—
কী আছে কবির বলো, কী তোমারে দিব আর ।।
See more on this song...
C35XUqZtuaE
10740
সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন
অগ্নিবীণা বাজাও তুমি
অজানা খনির নূতন
অনন্তসাগরমাঝে দাও তরী
অনন্তসাগরমাঝে দাও তরী
অনিমেষ আঁখি সেই
অন্ধজনে দেহো আলো
অন্ধজনে দেহো আলো
অন্ধজনে দেহো আলো
অবেলায় যদি এসেছ
অমৃতের সাগরে
অশ্রুনদীর সুদূর পারে
অসীম কালসাগরে
অসীম ধন তো
আঁধার রাতে একলা
আঁধার সকলই দেখি
আকাশ জুড়ে শুনিনু
আকাশ হতে আকাশ-পথে
আকুল কেশে আসে,
আজ বুঝি আইল প্রিয়তম
আজি আঁখি জুড়ালো
আজি এই গন্ধবিধুর
আজি ঝরো ঝরো
আজি মম মন চাহে
আজি শ্রাবণঘনগহন মোহে
আজি সাঁঝের যমুনায়
আনন্দ তুমি স্বামি
আনন্দেরই সাগর হতে
আন্ গো তোরা
আবার এরা ঘিরেছে
আবার যদি ইচ্ছা কর
আমরা পথে পথে
আমরা মিলেছি আজ
আমার আপন গান
আমার এ পথ
আমার একটি কথা
আমার পরান যাহা চায়
আমার প্রাণে গভীর গোপন
আমার বনে বনে
আমার যদি বেলা
আমার সকল দুখের প্রদীপ
আমার হিয়ার মাঝে
আমায় ছজনায় মিলে
আমায় মুক্তি যদি দাও
আমি এলেম তারি
আমি কেমন করিয়া
আমি তোমার প্রেমে
আমি মিছে ঘুরি এ জগতে
আমি যে আর
আমি শ্রাবণ-আকাশে ওই
আমি স্বপনে রয়েছি
আর রেখো না
আসা-যাওয়ার মাঝখানে
এ কী সুগন্ধহিল্লোল
এ কী হরষ হেরি
এ পরবাসে
এ পারে মুখর
এ মোহ-আবরণ
এ মোহ-আবরণ
এ হরিসুন্দর
এই আসা-যাওয়ার
এই কথাটাই ছিলেম
একদা তুমি, প্রিয়ে,
একি আকুলতা ভুবনে
একি এ সুন্দর
একি করুণা করুণাময়
এখন আমার সময়
এখনো গেল না আঁধার
এখনো তারে চোখে
এত ফুল কে ফোটালে কাননে
এবার বুঝেছি সখা
এরা পরকে আপন
এরা সুখের লাগি চাহে প্রেম
এরা সুখের লাগি চাহে প্রেম
এরে ভিখারি সাজায়ে
এসো এসো ফিরে
এসো শ্যামল সুন্দর
ও অকূলের কূল
ও আমার দেশের
ও কেন ভালোবাসা জানাতে আসে
ও চাঁদ, চোখের
ও চাঁদ, তোমায়
ও নিঠুর
ওই আঁখিরে
ওই আসে ওই
ওই পোহাইল তিমিররাতি
ওই রে তরী দিল খুলে
ওকে বাঁধিবি কে
ওগো কাঙাল, আমারে
ওগো স্বপ্নস্বরূপিণী, তব
ওরে প্রজাপতি, মায়া
ওরে ভাই, মিথ্যে ভেবো না
ওহে দয়াময়, নিখিল-আশ্রম
ওহে সুন্দর, মরি
কখন দিলে পরায়ে
কখন যে বসন্ত
কত যে তুমি
কথা কোস নে লো রাই
কাঁপিছে দেহলতা থরথর
কাছে থেকে দূর
কার মিলন চাও
কিছু বলব ব'লে
কী দিব তোমায়
কী রাগিণী বাজালে
কে বসিলে আজি
কে বসিলে আজি
কে বসিলে আজি
কেন জাগে না
কেন সারা দিন
কেহ কারো মন
কোথা যে উধাও
কোন্ সে ঝড়ের
গভীর রজনী নামিল হৃদয়ে
গহন কুসুমকুঞ্জ-মাঝে
গহন ঘন ছাইল
গ্রামছাড়া ওই রাঙা
ঘরেতে ভ্রমর এল
চিরবন্ধু চিরনির্ভর
চিরসখা, ছেড়ো না
ছায়া ঘনাইছে বনে
ছি ছি, মরি
ছিল যে পরানের
জগতে আনন্দযজ্ঞে
জগতে তুমি রাজা
জননী, তোমার করুণ
জাগ জাগ রে
জাগ' আলসশয়নবিলগ্ন
জানি, জানি হল
জড়ায়ে আছে বাধা
জয় তব বিচিত্র আনন্দ
ঝরঝর বরিষে বারিধারা
ঝরা পাতা গো
ডাকে বার বার ডাকে
ডাকো মোরে আজি
ডুবি অমৃতপাথারে
তব প্রেমসুধারসে মেতেছি
তবু মনে রেখো
তবু, পারি নে সঁপিতে প্রাণ
তবে শেষ করে
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
তিমিরময় নিবিড় নিশা
তুমি আমাদের পিতা
তুমি কিছু দিয়ে
তুমি কোন্ ভাঙনের
তুমি ছেড়ে ছিলে
তোমা লাগি, নাথ
তোমার কটি-তটের ধটি
তোরা শুনিস নি
দাও হে হৃদয় ভরে দাও
দিন ফুরালো হে
দিনগুলি মোর সোনার
দিনশেষের রাঙা মুকুল
দিনান্তবেলায় শেষের ফসল
দিবস রজনী, আমি
দীপ নিবে গেছে
দুয়ার মোর পথপাশে
দুয়ারে দাও মোরে
দেখো ওই কে এসেছে
দেবতা জেনে দূরে
দোলে দোলে দোলে
ধনে জনে আছি
ধীরে বন্ধু ধীরে ধীরে
নব কুন্দধবলদলসুশীতলা
নমো নমো, নমো
নমো নমো, নমো
নমো, নমো, নমো
না বলে যেয়ো
নাই রস নাই
নিবিড় ঘন আঁধারে
নিবিড় মেঘের ছায়ায়
নিভৃত প্রাণের দেবতা
নিশিদিন মোর পরানে
নূতন প্রাণ দাও
নয়ন মেলে দেখি
পথ চেয়ে যে
পথ দিয়ে কে
পথিক পরান, চল্
পাগল যে তুই
পাছে চেয়ে বসে আমার মন
পুব-সাগরের পার হতে
পেয়েছি ছুটি, বিদায়
প্রচণ্ড গর্জনে
প্রথম আদি তব শক্তি
প্রভাতে বিমল আনন্দে
প্রভু, খেলেছি অনেক খেলা
প্রাঙ্গণে মোর শিরীষশাখায়
প্রাণের প্রাণ জাগিছে
প্রেমে প্রাণে গানে গন্ধে
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ
বজাও রে মোহন বাঁশি
বন্ধু, রহো রহো
বরিষ ধরা-মাঝে
বর্ষ ওই গেল চলে
বসন্ত তার গান
বসন্তে আজ ধরার
বসন্তে-বসন্তে তোমার কবিরে
বসে আছি হে
বহে নিরন্তর
বাজে করুণ সুরে
বাজে করুণ সুরে
বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা
বাণী তব ধায়
বাণী মোর নাহি
বাদল-দিনের প্রথম কদম
বাসন্তী, হে ভুবনমোহিনী
বাহির-পথে বিবাগি হিয়া
বিপুল তরঙ্গ রে
বিরস দিন বিরল
বুঝি ওই সুদূরে
বেলা গেল তোমার
ব্যাকুল বকুলের ফুলে
ভবকোলাহল ছাড়িয়ে
ভালো যদি বাস সখী
ভুবন হইতে ভুবনবাসী
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
ভোর হল যেই
ভয় হতে তব
মধু -গন্ধে ভরা
মধুর মধুর ধ্বনি
মধুর রূপে বিরাজ
মন জানে মনোমোহন
মন মোর মেঘের
মন, জাগ মঙ্গললোকে
মনোমোহন, গহন যামিনীশেষে
মন্দিরে মম কে আসিলে
মম অঙ্গনে স্বামী
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি--
মরি লো কার
মলিন মুখে ফুটুক হাসি
মা, আমি তোর কী করেছি
মা, একবার দাঁড়া গো হেরি
মান অভিমান ভাসিয়ে
মিলনরাতি পোহালো
মুখপানে চেয়ে দেখি,
মেঘের 'পরে মেঘ
যখন এসেছিলে অন্ধকারে
যদি এ আমার
যাও রে অনন্তধামে
যাওয়া-আসারই এই কি খেলা
যাওয়া-আসারই এই কি খেলা
যারা কথা দিয়ে
যে কাঁদনে হিয়া
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি
যে ফুল ঝরে
যে-কেহ মোরে
যেথায় থাকে সবার অধম
রজনীর শেষ তারা,
রাজপুরীতে বাজায় বাঁশি
রূপসাগরে ডুব দিয়েছি
লুকিয়ে আস আঁধার রাতে
শান্তি করো বরিষন
শিউলি ফুল, শিউলি
শুনি ওই রুনুঝুনু
শুভ কর্মপথে ধর
শুভ্র আসনে বিরাজ
শুভ্র প্রভাতে পূর্ব গগনে
শূন্য প্রাণ কাঁদে সদা
শূন্য হাতে ফিরি
সংশয়তিমিরমাঝে
সকল গর্ব দূর
সকল জনম ভরে
সকলি ফুরালো স্বপন-প্রায়
সখী, ওই বুঝি বাঁশি
সদা থাকো আনন্দে
সবার সাথে চলতেছিল
সবে আনন্দ করো
সবে মিলি গাও রে
সাজাব তোমারে হে
সার্থক জনম আমার
সুধাসাগরতীরে হে
সুরের গুরু, দাও
সে কোন্ পাগল
সে যে পাশে
সেই তো তোমার
সেদিন দুজনে দুলেছিনু
স্বপন যদি ভাঙিলে
স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে
হা সখী, ও আদরে
হাওয়া লাগে গানের
হিংসায় উন্মত্ত
হৃদয় আমার প্রকাশ হল
হৃদয়বাসনা পূর্ণ হল
হৃদয়বেদনা বহিয়া
হৃদয়শশী হৃদিগগনে
হে নিখিলভারধারণ
হে মহাপ্রবল বলী
হেরি তব বিমলমুখভাতি
হেলাফেলা সারা বেলা
© Kriya Unlimited, 2010 - 2023