সত্যম দেবনাথ, সপ্তক দেবনাথ




All artists...

মোরা জলে স্থলে কত ছলে (মায়ার খেলা (গীতবিতান))

(মোরা) জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি।
(মোরা) স্বপন রচনা করি অলস নয়ন ভরি।
গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি।
(মোরা) মদির-তরঙ্গ তুলি বসন্ত-সমীরে!
দুরাশা জাগায় প্রাণে প্রাণে, আধো-তানে ভাঙা গানে,
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
মোরা মায়াজাল গাঁথি।
নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে।
কত ভুল করে তারা,কত কাঁদে হাসে।
মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে,
আনি মান-অভিমান।
বিরহী স্বপনে পায় মিলনের সাথী।
মোরা মায়াজাল গাঁথি।
চলো সখী, চলো।
কুহক-স্বপন-খেলা খেলাবে চলো।
নবীন হৃদয়ে রচি নব প্রেম-ছল,
প্রমোদে কাটাব নব বসন্তের রাতি।
মোরা মায়াজাল গাঁথি।

See more on this song...

সত্যম দেবনাথ, সপ্তক দেবনাথ - অন্যান্য নিবেদন