তপনতোষ চক্রবর্তী




All artists...

ওই জানালার কাছে বসে আছে (নাট্যগীতি)

      ওই   জানালার কাছে বসে আছে  করতলে রাখি মাথা—
      তার  কোলে ফুল পড়ে রয়েছে,   সে যে    ভুলে গেছে মালা গাঁথা ।।
      শুধু   ঝুরু ঝুরু বায়ু বহে যায়  তার   কানে কানে কী যে কহে যায়—
      তাই   আধো শুয়ে আধো বসিয়ে   ভাবিতেছে কত কথা ।।
              চোখের উপরে মেঘ ভেসে যায়,  উড়ে উড়ে যায় পাখি—
              সারা দিন ধ’রে বকুলের ফুল  ঝ’রে পড়ে থাকি থাকি ।
            মধুর আলস, মধুর আবেশ,   মধুর মুখের হাসিটি—
            মধুর স্বপনে প্রাণের মাঝারে   বাজিছে মধুর বাঁশিটি ।।

See more on this song...

তপনতোষ চক্রবর্তী - অন্যান্য নিবেদন