Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2023
Home
Artists
কাজরী বসু
কাজরী বসু
আমার প্রাণের 'পরে
আমার প্রাণের মানুষ
All artists...
আমার প্রাণের মাঝে (প্রেম)
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি--
হায় বুঝি তার খবর পেলে না।
পারিজাতের মধুর গন্ধ পাও কি--
হায় বুঝি তার নাগাল মেলে না ॥
প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও কি।
আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি।
আমি সেতারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি,
তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি--
হায় আসরেতে বুঝি এলে না।
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি!
আজ ঝুলনদিনে দোলন লাগে, তোমার পরান হেলে না ॥
See more on this song...
QouRbWTLh4w
11416
কাজরী বসু - অন্যান্য নিবেদন
আজ আকাশের মনের
আজ ধানের ক্ষেতে
আজ ধানের ক্ষেতে
আজি ঝরো ঝরো
আজি ঝড়ের রাতে
আজি দক্ষিণপবনে দোলা
আজি বরিষনমুখরিত
আজি বিজন ঘরে
আজি বিজন ঘরে
আজি যে রজনী
আজি সাঁঝের যমুনায়
আজি হৃদয় আমার
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
আমার অঙ্গে অঙ্গে
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
আমার দিন ফুরালো
আমার নিশীথরাতের বাদলধারা
আমার প্রাণের 'পরে
আমার প্রাণের মাঝে
আমার প্রাণের মানুষ
আমার মন বলে,
আমার মন, যখন
আমার মল্লিকাবনে যখন
আমার মাথা নত করে
আমার সকল কাঁটা
আমার সকল নিয়ে
আমার সকল রসের ধারা
আমার হিয়ার মাঝে
আমি এলেম তারি
আমি চিত্রাঙ্গদা
আমি তোমার প্রেমে
আমি তোমার প্রেমে
আমি তোমায় যত
আমি পথভোলা এক
আমি পথভোলা এক
আলোর অমল কমলখানি
উতল-ধারা বাদল ঝরে
এ মণিহার আমায় নাহি
এই শ্রাবণের বুকের
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
এখনো তারে চোখে
এবার তোর মরা গাঙে
এসে শরতের অমল
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো শ্যামল সুন্দর
ও চাঁদ, চোখের
ও জোনাকী, কী
ওই মালতীলতা দোলে
ওগো নদী, আপন
ওগো সুন্দর, একদা
কখন যে বসন্ত
কতবার ভেবেছিনু আপনা
কার যেন এই
কী রাগিণী বাজালে
কে রঙ লাগালে
কেন সারা দিন
কোন্ পুরাতন প্রাণের
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
খেলাঘর বাঁধতে লেগেছি
গহন ঘন ছাইল
গান আমার যায়
গান আমার যায়
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল
গ্রামছাড়া ওই রাঙা
ঘরেতে ভ্রমর এল
চলে যায় মরি
চোখের আলোয় দেখেছিলেম
ছায়া ঘনাইছে বনে
জগৎ জুড়ে উদার সুরে
জাগরণে যায় বিভাবরী--
ডেকো না আমারে,ডেকো
তবু মনে রেখো
তবু মনে রেখো
তারে দেখাতে পারি
তারে দেখাতে পারিনে কেন
তুমি কোন্ ভাঙনের
তোমায় গান শোনাব
তোমায় চেয়ে আছি
তোর আপন জনে
দুই হাতে--কালের মন্দিরা
দেখো দেখো, দেখো
দেখো দেখো, দেখো
নব আনন্দে জাগো
না চাহিলে যারে
নাচ, শ্যামা, তালে তালে
নিদ্রাহারা রাতের এ গান
নীল নবঘনে আষাঢ়গগনে
পথহারা তুমি পথিক
পাগলা হাওয়ার বাদল-দিনে
পিনাকেতে লাগে টঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার
পূর্ণচাঁদের মায়ায় আজি
প্রথম আদি তব শক্তি
ফাগুন, হাওয়ায় হাওয়ায়
বঁধু, কোন্ আলো লাগল চোখে
বরিষ ধরা-মাঝে
বলো সখী, বলো
বহু যুগের ও পার
বাজে বাজে রম্যবীণা বাজে
বাদল-দিনের প্রথম কদম
বিপুল তরঙ্গ রে
ভেঙে মোর ঘরের চাবি
মধু -গন্ধে ভরা
মধুর, তোমার শেষ
মধুর, তোমার শেষ
মন মোর মেঘের
মন মোর মেঘের
মনে কী দ্বিধা
মনে হল যেন
মরি লো মরি
মরুবিজয়ের কেতন উড়াও
মহারাজ, একি সাজে
মাঝে মাঝে তব দেখা পাই
যখন এসেছিলে অন্ধকারে
যখন পড়বে না
যদি তারে নাই
যদি তোর ডাক শুনে
যে রাতে মোর
যে রাতে মোর
যেতে দাও যেতে
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের
লিখন তোমার ধুলায়
শাঙনগগনে ঘোর ঘনঘটা
শুধু যাওয়া আসা,
শ্যামল ছায়া, নাইবা গেলে
শ্যামা, এবার ছেড়ে চলেছি মা
সকরুণ বেণু বাজায়ে
সহসা ডালপালা তোর
সার্থক জনম আমার
হিমের রাতে ওই
হৃদয়নন্দনবনে
হে ক্ষণিকের অতিথি
হ্যাদে গো নন্দরানী,
© Kriya Unlimited, 2010 - 2023