৩ (ujjwal karo he)

উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি

     বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।

সভা-মাঝে তুমি আজ   বিরাজো হে রাজরাজ,

     আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি॥

          সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন

              তোমারি মাধুরীসুধা করি বরিষন।

     লহো তুমি লহো তুলে   তোমারি চরণমূলে

          নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি॥

          মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন

          তব শুভ আশীর্বাদ করি বিতরণ।

     বরিষ হে ধ্রুবতারা, কল্যাণকিরণধারা--

     দুর্দিনে সুদিনে তুমি থাকো চিরসাথী॥

রাগ: ভূপালী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩০৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.