৯৭ (matir pradipkhani achhe)

মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে,

সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব'লে॥

সেই আলোটি নিমেষহত    প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো,

সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে॥

সেই আলোটি নেবে জ্বলে    শ্যামল ধরার হৃদয়তলে,

সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে।

নামল সন্ধ্যাতারার বাণী    আকাশ হতে আশিস আনি,

অমরশিখা আকুল হল মর্তশিখায় উঠতে জ্ব'লে॥

রাগ: বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.