১৫ (diye genu basanter ei)

     দিয়ে গেনু বসন্তের এই গানখানি--

     বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥

          তবু তো ফাল্গুনরাতে    এ গানের বেদনাতে

              আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥

চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,

তখনি চলিয়া যাব শেষ হবে খেলা।

     আসিবে ফাল্গুন পুন,    তখন আবার শুনো

          নব পথিকেরই গানে নূতনের বাণী।

রাগ: বেহ্গ-কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ মাঘ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ ফেব্রুয়ারি, ১৯২৮

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.