২১২ (jak chhire jak chhire)

যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক   মিথ্যার জাল।

          দুঃখের প্রসাদে এল আজি   মুক্তির কাল॥

              এই ভালো ওগো এই ভালো   বিচ্ছেদবহ্নিশিখার আলো,

                   নিষ্ঠুর সত্য করুক বরদান--

                        ঘুচে যাক ছলনার অন্তরাল॥

যাও প্রিয়,   যাও তুমি   যাও জয়রথে--

          বাধা দিব না পথে,

              বিদায় নেবার আগে   মন তব স্বপ্ন হতে যেন জাগে--

                   নির্মল হোক হোক সব জঞ্জাল॥

রাগ: কানাড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.