উৎসর্গ (apnare tumi sohoje bhuliya thak)

উইলি পিয়র্‌সন্‌ বন্ধুবরেষু

 

          আপনারে তুমি সহজে ভুলিয়া থাক,

      আমরা তোমারে ভুলিতে পারি না তাই।

          সবার পিছনে নিজের গোপনে রাখ,

      আমরা তোমারে প্রকাশ করিতে চাই।

          ছোটোরে কখনো ছোট নাহি কর মনে,

      আদর করিতে জান অনাদৃত জনে,

প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য,

      তোমারে আদরি আপনারে করি ধন্য।

 

                       স্নেহাসক্ত

                                   শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.