ভয়ের দুরাশা (bhayer durdasa)

জননী জননী ব'লে ডাকি তোরে ত্রাসে,

যদি জননীর স্নেহ মনে তোর আসে

শুনি আর্তস্বর। যদি ব্যাঘ্রিনীর মতো

অকস্মাৎ ভুলে গিয়ে হিংসা লোভ যত

মানবপুত্রেরে কর স্নেহের লেহন।

নখর লুকায়ে ফেলি পরিপূর্ণ স্তন

যদি দাও মুখে তুলি, চিত্রাঙ্কিত বুকে

যদি ঘুমাইতে দাও মাথা রাখি সুখে।

এমনি দুরাশা! আছ তুমি লক্ষ কোটি

গ্রহতারা চন্দ্রসূর্য গগনে প্রকটি

হে মহামহিম! তুলি তব বজ্রমুঠি

তুমি যদি ধর আজি বিকট ভ্রূকুটি,

আমি ক্ষীণ ক্ষুদ্রপ্রাণ কোথা পড়ে আছি,

মা বলিয়া ভুলাইব তোমারে পিশাচী!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.