বনে ও রাজ্যে (bone o rajye)

সারাদিন কাটাইয়া সিংহাসন-'পরে

সন্ধ্যায় পশিলা রাম শয়নের ঘরে।

শয্যার আধেক অংশ শূন্য বহুকাল,

তারি 'পরে রাখিলেন পরিশ্রান্ত ভাল।

দেবশূন্য দেবালয়ে ভক্তের মতন

বসিলেন ভূমি-'পরে সজলনয়ন,

কহিলেন নতজানু কাতর নিশ্বাসে--

"যতদিন দীনহীন ছিনু বনবাসে

নাহি ছিল স্বর্ণমণি মাণিক্যমুকতা,

তুমি সদা ছিলে লক্ষ্মী প্রত্যক্ষ দেবতা।

আজি আমি রাজ্যেশ্বর, তুমি নাই আর,

আছে স্বর্ণমাণিক্যের প্রতিমা তোমার।"

নিত্যসুখ দীনবেশে বনে গেল ফিরে,

স্বর্ণময়ী চিরব্যথা রাজার মন্দিরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.