পল্লীগ্রামে (polligrame)

হেথায় তাহারে পাই কাছে--

যত কাছে ধরাতল,               যত কাছে ফুলফল--

         যত কাছে বায়ু জল আছে।

যেমন পাখির গান,                যেমন জলের তান,

         যেমনি এ প্রভাতের আলো,

যেমনি এ কোমলতা,              অরণ্যের শ্যামলতা,

         তেমনি তাহারে বাসি ভালো।

যেমন সুন্দর সন্ধ্যা,                 যেমন রজনীগন্ধা,

         শুকতারা আকাশের ধারে,

যেমন সে অকলুষা                 শিশিরনির্মলা উষা,

         তেমনি সুন্দর হেরি তারে।

যেমন বৃষ্টির জল,                  যেমন আকাশতল,

         সুখসুপ্তি যেমন নিশার,

যেমন তটিনীনীর,                 বটচ্ছায়া অটবীর,

         তেমনি সে মোর আপনার।

যেমন নয়ন ভরি                   অশ্রুজল পড়ে ঝরি

         তেমনি সহজ মোর গীতি--

যেমন রয়েছে প্রাণ                 ব্যাপ্ত করি মর্মস্থান

         তেমনি রয়েছে তার প্রীতি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.