অনবচ্ছিন্ন আমি (onochchhino ami)

আজি মগ্ন হয়েছিনু ব্রহ্মাণ্ডমাঝারে;

যখন মেলিনু আঁখি, হেরিনু আমারে।

ধরণীর বস্ত্রাঞ্চল দেখিলাম তুলি,

আমার নাড়ীর কম্পে কম্পমান ধূলি।

অনন্ত-আকাশ-তলে দেখিলাম নামি,

আলোক-দোলায় বসি দুলিতেছি আমি।

আজি গিয়েছিনু চলি মৃত্যুপরপারে,

সেথা বৃদ্ধ পুরাতন হেরিনু আমারে।

অবিচ্ছিন্ন আপনারে নিরখি ভুবনে

শিহরি উঠিনু কাঁপি আপনার মনে।

জলে স্থলে শূন্যে আমি যত দূরে চাই

আপনারে হারাবার নাই কোনো ঠাঁই।

জলস্থল দূর করি ব্রহ্ম অন্তর্যামী,

হেরিলাম তার মাঝে স্পন্দমান আমি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.