কবির অহংকার (kobr ohongkar)

গান গাহি বলে কেন অহংকার করা।

শুধু গাহি বলে কেন কাঁদি না শরমে।

খাঁচার পাখির মতো গান গেয়ে মরা,

এই কি মা আদি অন্ত মানবজনমে।

সুখ নাই, সুখ নাই, শুধু মর্মব্যথা--

মরীচিকা-পানে শুধু মরি পিপাসায়।

কে দেখালে প্রলোভন, শূন্য অমরতা,

প্রাণে ম'রে গানে কি রে বেঁচে থাকা যায়।

কে আছ মলিন হেথা, কে আছ দুর্বল,

মোরে তোমাদের মাঝে করো গো আহ্বান;

বারেক একত্রে বসে ফেলি অশ্রুজল--

দূর করি হীন গর্ব, শূন্য অভিমান।

তার পরে একসাথে এস কাজ করি,

কেবলি বিলাপগান দূরে পরিহরি॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.