৮৩ (he dur hoite dur he nikototomo)

হে দূর হইতে দূর, হে নিকটতম,

যেথায় নিকটে তুমি সেথা তুমি মম,

যেথায় সুদূরে তুমি সেথা আমি তব।

কাছে তুমি নানা ভাবে নিত্য নব নব

সুখে দুঃখে জনমে মরণে। তব গান

জল স্থল শূন্য হতে করিছে আহ্বান

মোরে সর্ব কর্ম-মাঝে-- বাজে গূঢ়স্বরে

প্রহরে প্রহরে চিত্তকুহরে কুহরে

তোমার মঙ্গলমন্ত্র।

     যেথা দূর তুমি

সেথা আত্মা হারাইয়া সর্ব তটভূমি

তোমার নিঃসীম-মাঝে পূর্ণানন্দভরে

আপনারে নিঃশেষিয়া সমর্পণ করে।

কাছে তুমি কর্মতট আত্মা-তটিনীর,

দূরে তুমি শান্তিসিন্ধু অনন্ত গভীর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.