দীপশিল্পী (dipshilpi)

হে সুন্দরী, হে শিখা মহতী,

      তোমার অরূপ জ্যোতি

           রূপ লবে আমার জীবনে,

                 তারি লাগি একমনে

                 রচিলাম এই দীপখানি,

                       মূর্তিমতী এই মোর অভ্যর্থনাবাণী।

      এসো এসো করো অধিষ্ঠান

মোর দীর্ঘ জীবনের করো গো চরম বরদান।

           হয় নাই যোগ্য তব,

      কতবার ভাঙিয়াছি আবার গড়েছি অভিনব --

           মোর শক্তি আপনারে দিয়েছে ধিক্কার।

                       সময় নাহি যে আর,

নিদ্রাহারা প্রহর-যে একে একে হয় অপগত,

           তাই আজ সমাপিনু ব্রত।

গ্রহণ করো এ মোর চিরজীবনের রচনারে

           ক্ষণকাল স্পর্শ করো তারে।

তার পরে রেখে যাব এ জন্মের এক সার্থকতা,

চিরন্তন সুখ মোর, এই মোর চিরন্তন ব্যথা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.