গানের মন্ত্র (ganer montro)

মাঝে মাঝে আসি যে তোমারে

          গান শিখাবারে--

মনে তব কৌতুক লাগে,

          অধরের আগে

দেখা দেয় একটুকু হাসির কাঁপন।

          যে-কথাটি আমার আপন

               এই ছলে হয় সে তোমারি।

তারে তারে সুর বাঁধা হয়ে যায় তারি

          অন্তরে অন্তরে

               কখন তোমার অগোচরে।

          চাবি করা চুরি,

প্রাণের গোপন দ্বারে প্রবেশের সহজ চাতুরী,

               সুর দিয়ে পথ বাঁধা

যে-দুর্গমে কথা পেত পদে পদে পাষাণের বাধা--

          গানের মন্ত্রেতে দীক্ষা যার

               এই তো তাহার অধিকার।

     সেই জানে দেবতার অলক্ষিত পথ

  শূন্যে শূন্যে যেথা চলে মহেন্দ্রের শব্দভেদী রথ।

     ঘনবর্ষণের পিছে যেমন সে বিদ্যুতের খেলা

               বিমুখ নিশীথবেলা,

   অমোঘ বিজয়মন্ত্র হানে

               দূর দিগন্তের পানে,

   আঁধারের সংকোচ  বিচ্ছিন্ন হয়ে পড়ে

              মেঘমল্লারের ঝড়ে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.