রাবেয়া আখতার

আমার দিন ফুরালো

আমার  দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
          গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥
     বনের ছায়ায় জলছলছল সুরে
     হৃদয় আমার কানায় কানায় পূরে।
     খনে খনে ওই গুরুগুরু তালে তালে
          গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥
কোন্‌        দূরের মানুষ যেন এল আজ কাছে,
          তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
     বুকে দোলে তার বিরহব্যথার মালা
     গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
     মনে হয় তার চরণের ধ্বনি জানি--
          হার মানি তার অজানা জনের সাজে॥

রাগ : দেশ-মল্লার

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1326

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1919

রচনাস্থান :

স্বরলিপিকার: 1919

রাবেয়া আখতার - অন্যান্য নিবেদন