রাহুল মিত্র

এবার বুঝেছি সখা

             এবার বুঝেছি সখা,  এ খেলা কেবলই খেলা–
             মানবজীবন লয়ে  এ কেবলই অবহেলা।। 
             তোমারে নহিলে আর  ঘুচিবে না হাহাকার–
             কী দিয়ে ভুলায়ে রাখো,  কী দিয়ে কাটাও বেলা।।
             বৃথা হাসে রবিশশী,  বৃথা আসে দিবানিশি–
             সহসা পরান কাঁদে  শূন্য হেরি দিশি দিশি। 
             তোমারে খুঁজিতে এসে  কী লয়ে রয়েছি শেষে–
             ফিরি গো কিসের লাগি  এ অসীম মহামেলা।।

রাগ : মিশ্র রামকেলী

তাল : আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান :

স্বরলিপিকার: 1886

রাহুল মিত্র - অন্যান্য নিবেদন