নাসিফ

খোলো খোলো দ্বার,

খোলো খোলো দ্বার,     রাখিয়ো না আর
        বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও,      এই দিকে চাও
        এসো দুই বাহু বাড়ায়ে॥
কাজ হয়ে গেছে সারা,   উঠেছে সন্ধ্যাতারা,
আলোকের খেয়া    হয়ে গেল দেয়া
        অস্তসাগর পারায়ে॥
ভরি লয়ে ঝারি      এনেছি তো বারি
        সেজেছি তো শুচি দুকূলে,
বেঁধেছি তো চুল,   তুলেছি তো ফুল
        গেঁথেছি তো মালা মুকুলে।
ধেনু এল গোঠে ফিরে,  পাখিরা এসেছে নীড়ে,
পথ ছিল যত    জুড়িয়া জগত
        আঁধারে গিয়েছে হারায়ে॥

রাগ : ইমনকল্যাণ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

নাসিফ - অন্যান্য নিবেদন