শ্রাবস্তী দাশগুপ্ত

ঝরে ঝরো ঝরো

ঝরে ঝরো ঝরো ভাদরবাদর,    বিরহকাতর শর্বরী।
ফিরিছে এ কোন্‌ অসীম রোদন    কানন কানন মর্মরি॥
আমার প্রাণের রাগিণী আজি এ      গগনে গগনে উঠিছে বাজিয়ে।
মোর   হৃদয় একি রে ব্যাপিল তিমিরে     সমীরে সমীরে সঞ্চরি॥

রাগ : মল্লার

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

শ্রাবস্তী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন