রেজওয়ানা চৌধুরী বন্যা

তব অমল পরশরস

তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও।
তব উজ্জ্বল জ্যোতি বিকাশি হৃদয়মাঝে মম চাও ॥
তব মধুময় প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও।
জ্ঞান ধ্যান তব, ভক্তি-অমৃত তব, শ্রী আনন্দ জাগাও ॥

রাগ : আশাবরী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1315

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন