রেজওয়ানা চৌধুরী বন্যা

তোমার বাস কোথা-যে

তোমার    বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে।
        তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥
    'আমার    বাস কোথা-যে জান নাকি,
        শুধাতে হয় সে কথা কি,
            ও মাধবী, ও মালতী!'
হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে,
        মোদের     বলে দেবে কে সে।
মনে করি, আমার তুমি, বুঝি নও আমার।
    বলো বলো, বলো পথিক, বলো তুমি কার।
'আমি তারি যে আমারে    যেমনি দেখে চিনতে পারে,
            ও মাধবী, ও মালতী!'
        হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে,
            মোদের    বলে দেবে কে সে॥

রাগ : খাম্বাজ-কীর্তন

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৯ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১২ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১২ ফেব্রুয়ারি, ১৯২৩

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন