মধুর বসন্ত এসেছে
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
রাগ : বাহার
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888
রচনাস্থান : কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: 1888