রেজওয়ানা চৌধুরী বন্যা

আজ আকাশের মনের

     আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
        সারা প্রহর আমার বুকের মাঝে॥
দিঘির কালো জলের 'পরে   মেঘের ছায়া ঘনিয়ে ধরে,
     বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
        সারা প্রহর আমার বুকের মাঝে॥
          আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের সনে।
ম্লানস্মৃতির বাণী যত  পল্লবমর্মরের মতো
     সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে
        সারা প্রহর আমার বুকের মাঝে॥

রাগ : পিলু

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান :

স্বরলিপিকার: 1922

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন