রেজওয়ানা চৌধুরী বন্যা

ফাগুনের শুরু হতেই

          ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ   কেঁদে শুধায়,   'সেই ডালে ফুল ফুটল কি গো,
              ওগো কও   ফুটল কত।'
     তারা কয়,   'হঠাৎ হাওয়ায় এল ভাসি
                        মধুরের সুদূর হাসি   হায়।
     খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।'
তারা কয়,   'আজ কি তবে এসেছে সে   নবীন বেশে।
     আজ কি তবে এত ক্ষণে   জাগল বনে   যে গান ছিল মনে মনে।
              সেই বারতা কানে নিয়ে
                        যা ই   যাই চলে এই বারের মতো।'

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৩ মার্চ, ১৯২২

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১৩ মার্চ, ১৯২২

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন