রেজওয়ানা চৌধুরী বন্যা

আবার এসেছে আষাঢ়

            আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
            আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে॥
এই পুরাতন হৃদয় আমার আজি    পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি
            নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥
        রহিয়া রহিয়া বিপুল মাঠের 'পরে    নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।
'এসেছে এসেছে' এই কথা বলে প্রাণ, 'এসেছে এসেছে' উঠিতেছে এই গান--
            নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে॥

রাগ : মল্লার

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1910

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন