রেজওয়ানা চৌধুরী বন্যা

হে ক্ষণিকের অতিথি

হে ক্ষণিকের অতিথি,
     এলে প্রভাতে কারে চাহিয়া
          ঝরা শেফালির পথ চাহিয়া ॥
কোন্‌ অমরার বিরহিণীরে    চাহ নি ফিরে,
     কার বিষাদের শিশিরনীরে   এলে নাহিয়া ॥
     ওগো অকরুণ, কী মায়া জানো,
          মিলনছলে বিরহ আনো।
চলেছ পথিক আলোকযানে    আঁধার-পানে
     মনভুলানো মোহনতানে    গান গাহিয়া ॥

রাগ : ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন