রেজওয়ানা চৌধুরী বন্যা

যাও রে অনন্তধামে

       যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি
             দুঃখ আঁধার যেথা কিছুই নাহি।
       জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে,
             কেবলি আনন্দস্রোত চলিছে প্রবাহি!
       যাও রে অনন্তধামে, অমৃতনিকেতনে,
             অমরগণ লইবে তোমা উদারপ্রাণে!
       দেব-ঋষি, রাজ-ঋষি, ব্রহ্ম-ঋষি যে লোকে
             ধ্যানভরে গান করে এক তানে!
       যাও রে অনন্তধামে জ্যোতিময় আলয়ে,
             শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে--
       যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান,
             যাও বৎস, যাও সেই দেবসদনে!

রাগ : প্রভাতী-গুজরাটি

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1289

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

রেজওয়ানা চৌধুরী বন্যা - অন্যান্য নিবেদন