ভোর হল বিভাবরী
ভোর হল বিভাবরী, পথ হল অবসান।
শুন ওই লোকে লোকে উঠে আলোকেরি গান॥
ধন্য হলি ওরে পান্থ রজনী-জাগর-ক্লান্ত,
ধন্য হল মরি মরি ধুলায় ধূসর প্রাণ॥
বনের কোলের কাছে সমীরণ জাগিয়াছে;
মধুভিক্ষু সারে সারে আগত কুঞ্জের দ্বারে।
হল তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রুধারা,
লজ্জা ভয় গেল ঝরি, ঘুচিল রে অভিমান॥
রাগ : রামকেলী
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1317
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910
রচনাস্থান :
স্বরলিপিকার: 1910