যাওয়া-আসারই এই কি খেলা
যাওয়া-আসারই এই কি খেলা
খেলিলে, হে হৃদিরাজা, সারা বেলা।।
ডুবে যায় হাসি আঁখিজলে–
বহু যতনে যারে সাজালে
তারে হেলা।।
রাগ : আশাবরী-টপ্পা
তাল : মুক্তছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ) : ১১ ফাল্গুন, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৩ ফেব্রুয়ারি, ১৩২৩
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ২৩ ফেব্রুয়ারি, ১৩২৩