লোপামুদ্রা মিত্র

হাওয়া লাগে গানের

হাওয়া লাগে গানের পালে--
মাঝি আমার, বোসো হালে ॥
          এবার ছাড়া পেলে বাঁচে,
          জীবনতরী ঢেউয়ে নাচে
এই বাতাসের তালে তালে ॥
     দিন গিয়েছে, এল রাতি,
          নাই কেহ মোর ঘাটের সাথি।
              কাটো বাঁধন, দাও গো ছাড়ি--
              তারার আলোয় দেব পাড়ি,
                        সুর জেগেছে যাবার কালে ॥

রাগ : পরজ

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৬ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২০ মার্চ, ১৯১৪

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২০ মার্চ, ১৯১৪

লোপামুদ্রা মিত্র - অন্যান্য নিবেদন