যখন এসেছিলে অন্ধকারে
যখন এসেছিলে অন্ধকারে
চাঁদ ওঠে নি সিন্ধুপারে॥
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে--
গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে॥
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে।
তখন দেখি, পথের কাছে মালা তোমার পড়ে আছে--
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে॥
রাগ : পিলু-বারোয়াঁ
তাল : তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১৬ পৌষ, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১ জানুয়ারি, ১৯২৪
রচনাস্থান : শ্রীনিকেতন
স্বরলিপিকার: ১ জানুয়ারি, ১৯২৪