তনুশ্রী দাঁ

কোন্ সুদূর হতে

কোন্‌   সুদূর হতে আমার মনোমাঝে
     বাণীর ধারা বহে-- আমার প্রাণে প্রাণে।
আমি    কখন্‌ শুনি, কখন্‌ শুনি না যে,
          কখন্‌ কী যে কহে-- আমার কানে কানে॥
          আমার ঘুমে আমার কোলাহলে
          আমার আঁখি-জলে   তাহারি সুর,
          তাহারি সুর জীবন-গুহাতলে
          গোপন গানে রহে-- আমার কানে কানে॥
কোন্‌   ঘন গহন বিজন তীরে তীরে
তাহার ভাঙা গড়া-- ছায়ার তলে তলে।
          আমি   জানি না কোন্‌ দক্ষিণসমীরে
          তাহার ওঠা পড়া-- ঢেউয়ের ছলোছলে।
এই      ধরণীরে গগন-পারের ছাঁদে   সে যে   তারার সাথে বাঁধে,
          সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে
          'এ নহে এই নহে-- নহে নহে, এ নহে এই নহে'--
                                  কাঁদে কানে কানে॥

রাগ : পিলু-দেশ-মূলতান

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1918

রচনাস্থান :

স্বরলিপিকার: 1918

তনুশ্রী দাঁ - অন্যান্য নিবেদন